21 February Bhasha Dibosh in Bengali SMS, Quotes, images, design download

Ekushe February vasha dibos SMS in Bengali. Looking 21 February bhasha dibosh in Bengali SMS, quotes, image, design, picture download in our site. Recent international mother language day SMS 2024 & 21st February caption find in this website. For getting more new wishes SMS for shaheed dibosh than stay with us.

21 February International Mother Language Day 2024

 

21 february in Bangladesh | 21 february 1952 bangla

একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির চির প্রেরণা ও অবিস্মরণীয়  একটি দিন। এটি শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। প্রায় দুই হাজার কিলোমিটার দূরত্বে অবস্থিত দুটি ভূখণ্ড এবং দুটি ভিন্ন ভাষার জাতিসত্তাকে মিলিয়ে জন্ম হয়েছিল পাকিস্তান রাষ্ট্রের। মাতৃভাষাকে কেন্দ্র করে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশে সূচনা হয় আন্দোলনের। আর এই ভাষা আন্দোলনকেই বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির পথে প্রথম পদক্ষেপ বলে মনে করা হয়। ২১ ফেব্রুয়ারি দিনটি উদযাপন করা শুরু হয় ১৯৫৩ সাল থেকে। ২১ ফেব্রুয়ারি বাষা আন্দলনের জন্য আমরা আজ বাংলা ভাষায় কথা বলতে পারতেছি তাই আমরা এই দিনটাকে স্মরনিয় ও শ্রদধা করবো ।

 

 হৃদয়ের সবটুকু আবেগ ঢেলে দিয়ে সবার কণ্ঠে বাজে একুশের অমর শোকসঙ্গীত –
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি 
আমি কি ভুলিতে পারি ………………….।

Ekushe February vasha dibos 2024

Ekushe February 1952 is the most significant event of the Bengali people. The ware in font of Pakistan for the own language of Bangla. Pakistan doesn’t accept the Bengali language in the county. They want to establish the Urdu language in one of the national languages of that country.

But the Bengali young don’t accept their rules for Mother tong. At last start big ware in Bangladesh vs Pakistan. The winner of the team is Bangladesh. However, at this time Ekushe February called vasha dibos in Bengali.

 

why is 21 February called shaheed dibosh

Those people are died on 21 February 1952 for ware in their mother language. They are called vasha shaheed. On the day remember to us for our mother language. So we remember theirs on the day of every year 21 February. At last  21 February called shaheed dibosh in Bengali.

২১ ফেব্রুয়ারীর ম্যাসেজ , এস এম এস , বক্তিতা।
১। বাংলাদেশের সোনার ছেলে ভাষা শহীদের দল,
জীবন দিয়ে ছিনিয়ে আনলো বাংলা ভাষার ফল,
তাদের দানে আজকে আমরা মায়ের ভাষায় কথা বলি,
সেই সোনার ছেলেদের ত্যাগের কথা কেমন করে ভুলি !

 

রক্তে কেনা বাংলা আমার লক্ষ শহীদের দান,
তবুও কেনো বন্ধু তোমার বিদেশের প্রতি টান?
সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখের ঐ দিনে ,
বিকালে আবার উঠছো মেতে ইংলিশ হিন্দি গানে।

  1. “Language is the road map of a culture. It tells you where its people come from and where they are going.” – Rita Mae Brown
  2. “To have another language is to possess a second soul.” – Charlemagne
  3. “Language is the blood of the soul into which thoughts run and out of which they grow.” – Oliver Wendell Holmes
  4. “The limits of my language means the limits of my world.” – Ludwig Wittgenstein
  5. “A different language is a different vision of life.” – Federico Fellini
  6. “If you talk to a man in a language he understands, that goes to his head. If you talk to him in his language, that goes to his heart.” – Nelson Mandela
  7. “Language is not a genetic gift, it is a social gift. Learning a new language is becoming a member of the club – the community of speakers of that language.” – Frank Smith
  8. “The beauty of language is not just the language itself, but the way it connects people and cultures.” – Linda Liukas
  9. “Language is the means of getting an idea from my brain into yours without surgery.” – Mark Amidon
  10. “To speak another language is to see the world with different eyes and to live a life with a different heart.” – Charlemagne.
International mother language day in Bengali

Nowadays all over the world celebrated the Bengali language. That Couse the celebrate every year of 21 February International mother language day at the world.

বাংলাদেশের সোনার ছেলে, ভাষা শহীদের দল ।
জীবন দিয়ে এনে দেবো বাংলা ভাষার ফল ।
তাদের দানে আজকে আমরা স্বাধীন ভাবে বাংলা বলি ।
সেই সোনাদের ত্যাগের কথা কেমন করে ভুলি ।

 

আজ একুশে ফেব্রুয়ারি, এই দিনে লক্ষ কোটি বাবা মা ভাই বোনদের রক্তের বিনিময়ে আমাদের এই সোনার বাংলা ভাষা । এই দিনটির অপেক্ষায় আমরা কোটি মানুষ লক্ষ ফুল হাজার তোড়া নিয়ে জানাই তাদের শুভেচ্ছা । আমরা তাদের কখনো ভুলবো না ।

international mother language day quotes

Here you can see some of the bangla vasha dibosh er sms for remember vasha sohid. See bellow some quotes.

 

amar viyer rokte rangano 21e february, ami ki vulite pari". Tader k janai sosroddho salam. Tara amar p der sololer gorbo. 21february omor hok. Sobai valobashi……..

 

রফিক, সালাম, বরকত, আরো হাজার বীর সন্তান,

করলো ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রান ,

যাদের রক্তে রাঙ্গানো একুশ ওরা যে অম্লান,

ধন্য আমার মাতৃভাষা ধন্য তাদের প্রান ।

Bayann0te vese ota, rokto veja k0to k0tha, Seto amar bangla vasa, Sokol vasar sera….ai voboner sera vasa, Bissojonin kotha, Tar0i maje stan paoa, Bangla amar vasa..

রফিক, সালাম, বরকত আরো হাজার বীর সন্তান,
করলা ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রান,
যাদের রক্তে রাঙ্গানো একুশ ওরা যে মহান,
ধন্য আমার মাতৃ ভাষা ধন্য তাদের প্রান ।

international mother language day sms

আজ একুশে ফেব্রুয়ারি, এই দিনে লক্ষ কোটি বাবা মা ভাই বোনদের রক্তের বিনিময়ে আমাদের এই সোনার বাংলা ভাষা । এই দিনটির অপেক্ষায় আমরা কোটি মানুষ লক্ষ ফুল হাজার তোড়া নিয়ে জানাই তাদের শুভেচ্ছা । আমরা তাদের কখনো ভুলবো না ।

 

okte Lekha Akta Din Nam Tar 21. Sroddhai Aj Sikto Jati Provate Ful Diye Janai Mora Priti. Baki 364 Din Shohid Minar Kate Je Obohelai. Aj Tui Jobab De Ma Jader Jonno Joba Ful Holo Lal Rokte Te Vase Galo Banglar Mati 1din Shoron Kore Ki Shod Hobe Ki Tader Rin ?

 

21st February quotes in Bangla

Amar vaier rokte rangano ekushy February ami ke bulete pare. Sela hara koto mayer artonad sunete pare. Koto badona Vora ai dinner Jonnie aj Amra nejer Mayer vasha te Kotha Bolte partakes. Ta na hole amra kokhonoi nejer mayer vashai kotha bolte partam na. Aj Bisher kace ai Bangla vasha matha ucho kore dareya ase shudu adesher daman joddha der Jonne. Tai Amra tader soron korbo protin bochor ekushy February full dia sroddha janai.

বাংলাদেশের সোনার ছেলে ভাষা শহীদের দল,
জীবন দিয়ে এনে দিলো বাংলা ভাষার ফল,
তাদের দানে আজকে আমরা স্বাধীন ভাবে বাংলা বলি,
সেই সোনার ছেলেদের ত্যাগের কথা কেমন করে ভুলি !

রফিক, সালাম, বরকত, আরো হাজার বীর সন্তান,
করলো ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রান ,
যাদের রক্তে রাঙ্গানো একুশ ওরা যে অম্লান,
ধন্য আমার মাতৃভাষা ধন্য তাদের প্রান ।

21 February mother language day images

Most of the finder wants to get ekushy February matrivasha dibosh er images download on google. Today we are collecting some of the unique new 21 February mother language day images download on this site. You can easily download it and use your profile or other matter.

রক্তে কেনা বাংলা আমার লক্ষ শহীদের দান,
তবুও কেনো বন্ধু তোমার বিদেশের প্রতি টান ?
সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিনে ,
বিকেলে আবার উঠছো মেতে ইংলিশ হিন্দি গানে।

 

21 February poster design | 21 February banner vector design

If you are looking how to get an awesome 21 February poster design and also banner vector design in Bengali. We collect some banner design png for ekushy February international mother language day. Visitors can easily download and use it. So for your some design example in bellow text.

ভাষা সেতো মায়ের বুলি
প্রাণের চেয়েও প্রিয় জানি
যে ভাষাতে প্রাণ জুড়াল
সবার সুখের তৃষ্ণ মিঠালো
সেইতো মোদের মধুর ভাষা
মায়ের ভাষা বাংলা ভাষা
ভাষা সেতো স্লোগান মুখর যুবকের ভালবাসা
যে ভাষাতে সদা থাকে জাগি
সে ভাষার কোন দশা আজি
তারা মানেনাতো বাঁধা ভঙ্গ করেত ধারা
হায়নার গর্জন লঙ্গিয়ে চলে
হুংকারে হয় ধনি পতি ধনি
রাষ্ট্রভাষা বাংলা চাই
বাংলা চাই
ভাষা সেতো রক্তে ভেজা ২১শের দুপুর
রক্ত! সেতো নতুন সূর্যদয়
যে ভাষার লাগি রক্ত দিয়াছিলো বাঙ্গালী জাতী
ত্যাগে বেজেছিলো সাম্যের গীতি
পৃথিবীর মানুষ অভাব রয়
বাংলা ভাষার হলো জয়।

২১ শে ফেব্রুয়ারি সংক্ষিপ্ত বক্তব্য

আমার সম্মানিত পাঠকবৃন্দ, আজ একটি গুরুত্বপূর্ণ তারিখ যা বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয়। ২১ শে ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবস। আমরা সকলে আমাদের মাতৃভাষার সাথে গভীরভাবে সম্বদ্ধ। এই দিনটি স্মরণীয় এবং আমরা আমাদের মাতৃভাষাকে সম্মান জানাতে পারি এবং আমরা আমাদের ভাষার প্রচার এবং উন্নয়ন করতে পারি। আমরা আমাদের ভাষার সম্পর্কে গর্ব বোধ করতে পারি এবং সেই ভাষার প্রচার এবং উন্নয়নে সক্ষম হতে পারি। আমরা সকলে এই দিনটি সম্মান জানি এবং আমাদের মাতৃভাষার উন্নয়নে সক্ষম হতে চাই।

21 February paragraph in Bengali

২১ শে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি সংখ্যালঘু ছাত্রদের নির্ধারিত ভাষার প্রতি সমর্থন ও জাতীয় স্বাধীনতার প্রতি আবেগ প্রকাশের জন্য উদ্যোগ নেওয়া হয়।

১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি ঢাকার শাহীদ মিনারে বাংলাভাষী ছাত্রদের নেতৃত্বে জাতীয় স্বাধীনতা আন্দোলন চালানো হয়। পাকিস্তানি শাসকতার একটি সিদ্ধান্ত ছিল যে পাকিস্তানের একতা ভাষা উর্দু হবে। এটি বাংলাভাষীদের বিরুদ্ধে একটি অত্যাচার ছিল এবং এতে প্রতিবাদের মাধ্যমে এই ঐতিহ্যবাহী দিনটি সৃষ্টি হয়।

বাংলাদেশে এই দিনটি একটি জাতীয় শোক দিবস হিসাবে পালন করা হয়। দেশের বিভিন্ন স্থানে মিলন মেলা, সংগীত ও নাটক প্রদর্শন এবং সমাবেশ অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রচনা ২০ পয়েন্ট

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্বের সকল দেশে উদযাপিত হয়। এই দিনটি বিভিন্ন কর্মস্থল, স্কুল এবং কলেজে পালিত হয়। এই দিনটি মানুষের মাতৃভাষার গুরুত্ব স্মরণ করার জন্য নিয়মিত রচনা লেখার প্রয়োজন। নিচে কিছু পয়েন্ট দেওয়া হলো যা দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে রচনা লেখা যায়:

১। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিন। ২। বিভিন্ন দেশের মানুষ কেন এই দিনটি উদযাপিত করে। ৩। মাতৃভাষার গুরুত্ব বিস্তারিত বর্ণনা দিন। ৪। মাতৃভাষার ভূমিকা সম্পর্কে লেখা যাবে। ৫। মাতৃভাষা ও স্বাধীনতার সম্পর্ক বিস্তারিত বর্ণনা করা যায়। ৬। মাতৃভাষা সম্পর্কে কথাটি যাচাই করা যায়। ৭। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্দেশ্য বিস্তারিত বর্ণনা দিন।


২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

সঠিক তথ্য দিতে গেলে, আসলে ২১ শে ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয় না, বরং এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয়। এই দিনটি মূলত একটি উদ্দেশ্যে পালিত হয়, যা হল বিভিন্ন ভাষাগুলির সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধি করা এবং বিভিন্ন ভাষার সম্পর্কে বিশ্বব্যাপী উপস্থাপন করা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হল ইউনেস্কোর ঘোষণার মাধ্যমে পালিত এবং এর উদ্দেশ্য হল বিভিন্ন ভাষার সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধি করা এবং বিভিন্ন ভাষার সম্পর্কে বিশ্বব্যাপী উপস্থাপন করা।

antorjatik matribhasha dibosh rachana bangla

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের হাতে বাংলাদেশ সরকার সম্মানিত লেখক সৈয়দ মুজতবা আলী লিখেছিলেন একটি রচনা যা হল “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বাংলা ভাষার উন্নয়ন”।

এই রচনায় লেখকটি আলোচনা করেছেন বাংলা ভাষার মূল্য ও প্রয়োজনীয়তা, এবং বিভিন্ন দেশের মানুষের ভাষার মূল্য ও গুরুত্ব। লেখকটি একটি প্রতিষ্ঠানের কাজে করতে গিয়ে বিভিন্ন দেশের মানুষদের সাথে কথা বলে এবং তাদের সংস্কৃতি ও ভাষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। লেখক তাদের সাথে কথা বলার সময় বাংলা ভাষার গুরুত্ব ও উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন।

লেখকটি বলেছেন, “আমরা আমাদের স্বজনদের ভাষার সাথে পরিচয় করে আমাদের সম্পর্ক আরও উন্নয়ন করতে পারি।

21 February in Bengali

২১ ফেব্রুয়ারি (pronounced “বিশ ফেব্রুয়ারি”) in Bengali.

21 February ki dibos

২১ শে ফেব্রুয়ারি দিবস হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে পালন করা হয় যাতে মানুষের মাতৃভাষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে জাগরুকতা সৃষ্টি হয়।

এই দিবসটি প্রথম আন্তর্জাতিকভাবে 1952 সালে পালন করা হয়। তখন এই দিনটি বরণ করা হয় সাউদি আরব দেশের মুহররম মাসের 21 তারিখ। বাংলাদেশে এই দিনটি জাতীয় শোক দিবস হিসাবে পালন করা হয়, কারণ এই দিনটি বাংলাদেশের শহীদ দিবস হিসাবেও পালন করা হয়। এই দিনটি বাংলাদেশের ভাষা আন্দোলনের একটি গৌরবময় দিন হিসাবে চিহ্নিত হয়, কারণ 1952 সালের এই দিনে শহীদ হুসেন শরীফ এবং সালাম, রামপ্রসাদ দত্ত ও শফিউর রহমান একটি ভাষা আন্দোলনের সংগ্রামে মৃত্যু পান।

ekushey february rachana

একুশে ফেব্রুয়ারি একটি ঐতিহাসিক দিন যা বাংলাদেশের জাতীয় শোক ও মুক্তিযুদ্ধের স্মৃতিতে অবিচ্ছিন্ন ভূমিকা রাখে। এই দিনটি সাধারণত শহীদ দিবস হিসেবে পরিচিত।

২১শে ফেব্রুয়ারির বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কারণে এই দিনটি বাংলাদেশে মুক্তিযুদ্ধের স্মৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনটি শহীদ মিনারের নির্মাণ, বাংলা ভাষার অধিকার রক্ষার জন্য স্বপ্ন দেখা, বাংলা ভাষাকে আন্দোলনের ভাষা হিসেবে গ্রহণ করা এবং একুশে ফেব্রুয়ারি বিশেষ প্রতিষ্ঠান উদ্যোগের সূচনা পর্বত্তী প্রতিষ্ঠান বিনা হতে না পারে।

২১শে ফেব্রুয়ারি বাংলাদেশের একটি স্বাধীন রাষ্ট্র হিস্ট্রির গৌরবময় পৃষ্ঠতলে অবিচ্ছিন্ন অংশ।

Thanks for staying with us. Get the latest education and job news than stay connected to our site Ejobsresults.com