নতুন চাকরিতে যোগদান পত্র লেখার নিয়ম (নমুনা ডাউনলোড)

আপনার যে কোনো সরকারি চাকরিতে কোয়ালিফাইড বা ভাইবা পরীক্ষায় রেজাল্ট প্রকাশিত হয়, তাহলে আপনাকে নিয়োগপত্র প্রদান করা হবেআপনার চাকরির নিয়োগপত্র পাওয়ার পর আপনার প্রধান কাজ হচ্ছে আপনি কিভাবে একটি নিয়োগ পত্র লিখবেন।  অনেকেই নিয়োগ পত্র লিখতে হিমশিম খেতে হয় তাই আমাদের ছেড়ে সাহায্যে আমরা কিভাবে একটি সুন্দর পত্র লিখবেন তা আমরা দেখাবো।  আপনি যদি সঠিকভাবে আপনার নিয়োগপত্র না লিখতে পারেন তাহলে চাকরিতে যোগদানের ক্ষেত্রে একটু নিমজ্জিত এবং লজ্জাজনক ঘটনা ঘটে যাবে।  নিম্নচাপটি সুন্দর এবং মার্জিত যোগদান পত্র লিখতে পারবেন।

চাকরিতে যোগদান পত্র লেখার নিয়ম নমুনা  

অবশ্যই আপনার এই নিয়ম এবং এই ফরমুলা ভালো করে সুন্দর মার্জিত নমুনা পত্র লিখতে পারবেন।  আমরা একটি সুন্দর ও সহজ সরল ভাষায় এই নোংরা পরিচয় দেওয়া হল

  • বরাবর
  • প্রধান প্রকৌশলী 
  • স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর 
  • এলজিইডি ভবন, আগারগাঁও 
  • শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।
  • বিষয়: সহকারী প্রকৌশলী পদে যােগদান।

মহােদয়,

      যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, মহােদয়ের দপ্তরের স্মারক নং-৫৬.০৬.০০০০.০০৬. ২২.০০৩.২২-৪৫৫, তারিখ:  ১৫,  অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ মারফত আমাকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রাজস্বখাতে সহকারী প্রকৌশলী পদে অস্থায়ীভাবে নিয়ােগপত্র প্রদান করা হয়েছে। তৎপ্রেক্ষিতে আমি অদ্য ০১-১০-২০২২খ্রি. তারিখ পূর্বাহে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সদর দপ্তরে সহকারী প্রকৌশলী পদে যােগদানপত্র দাখিল করলাম।

  • এমতাবস্থায়, আমার যােগদানপত্র গ্রহণ করতে মহােদয়ের সদয় মর্জি হয়।
  • তারিখ: ০১-১০-২০২২খ্রি.
  • বিনীত নিবেদক
  • স্বাক্ষর:
  • (নাম: ————————————————–
  • সহকারী প্রকৌশলী
  • এলজিইডি, সদর দপ্তর, ঢাকা। 
  • মেধা তালিকা নংরেজিষ্ট্রেশন নং
  • ফোন/মােবাইল নং
  • ই-মেইল: